শনিবার, ০৬ জুলাই, ২০১৯, ০১:০৭:৫৯

ক্রিকেট খেলা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ঢাকা মেডিকেলে ভর্তি আহত ২৪ জন

ক্রিকেট খেলা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ঢাকা মেডিকেলে ভর্তি আহত ২৪ জন

নিউজ ডেস্ক : ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দুটি গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার দুপুরে বকশীবাজারে ডা. ফজলে রাব্বী হলে এ ঘটনা ঘটে।

এ সময় হল ও আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকবাজার থানার ওসি (তদন্ত) কবির হোসেন হাওলাদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে হল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ক্রিকেট খেলা নিয়ে ডা. ফজলে রাব্বী হলের শিক্ষার্থীদের দুটি গ্রুপের বাকবিতণ্ডা হয়। এর জেরে দুপুরের দিকে দু'পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২৪ জন আহত হন। তাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তারা হলেন- সাইফুল, সুমন, রুমান শাহরিয়ার, নিশাত, আবদুর রউফ, নিয়ামুল, প্রকৃতি, তানজিন, তন্ময়, প্রান্ত, অপিন, ফাহিম, অর্পণ, সৌরভ আক্কাস, শাহরিয়ার, নিশাত, প্রত্যয়, লেমন ও উল্লাস। তাদের সবার বয়স ২০-২৩ বছরের মধ্যে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া চিকিৎসকদের উদ্বৃত করে বলেন, আহতদের বেশিরভাগের আঘাত তেমন গুরুতর নয়। তারা দ্রুত সেরে উঠবেন বলে আশা করা যাচ্ছে।

এদিকে সংঘর্ষের পর ডা. ফজলে রাব্বী হল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিচয় নিশ্চিত করে শিক্ষার্থীদের হলে ঢুকতে হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় বিবদমান দু'পক্ষের প্রতিনিধিদের নিয়ে ঢামেক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে বৈঠকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে