শনিবার, ০৬ জুলাই, ২০১৯, ০২:২৫:৪০

এদেশে হিন্দুরা কারো দয়ায় বাস করেন না: গণপূর্ত মন্ত্রী

এদেশে হিন্দুরা কারো দয়ায় বাস করেন না: গণপূর্ত মন্ত্রী

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠী এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, ‘এদেশের হিন্দুরা কারো দয়া বা অনুকম্পায় এ দেশে বাস করেন না। এদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলমান সকলের সমান অধিকার। আমি মন্ত্রী হিসাবে আমার যে অধিকার, এদেশের সাধারণ একজন হিন্দুরও সে অধিকার।’

তিনি বলেন, আপনারা (হিন্দু) কেহ দ্বিতীয় শ্রেণির নাগরিক নন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে আজীবন সংগ্রাম করছেন। তিনি নিজে ভিত্ত বৈবের জন্য রাজনীতি করেননি। আমরা তার কর্মী হিসাবে আমাদেরও সেভাবে নির্দেশ দিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) রাজনীতি করেন নিজেকে উৎসর্গ করার জন্য।

গণপূর্ত মন্ত্রী এসময় এখানের ইতিপূর্বের বিভিন্ন প্রভাবশালী কর্তৃক হিন্দুদের জমি দখলের কথা ইঙ্গিত করে বলেন, এর আগে এখানে (পিরোজপুর-১) এমন ঘটনাও ঘটেছে যে, হিন্দুদের ৫ কাঠা জমি কিনে (ক্রয় করে) বেশী জমি দখল করে নেয়া হয়েছে। আমার সময়ে এ ঘটনা ঘটতে দেয়া হবে না। তাতে আমার কোন ঘনিষ্ঠ আত্মীয় হলেও তাকে ছাড় দেয়া হবে না।

রায়েরকাঠী রাজাবাড়ি মাঠে রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শ্রী গৌর কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশাস্ত কুমার রায়, গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে