মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ১০:৫৭:৪৫

আজ চন্দ্রগ্রহণ, গর্ভবতী মায়েরা ভুলেও এই কাজগুলি করবেন না!

আজ চন্দ্রগ্রহণ, গর্ভবতী মায়েরা ভুলেও এই কাজগুলি করবেন না!

নিউজ ডেস্ক: স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত বারোটার পর বাংলাদেশে দেখা যাবে চন্দ্রগ্রহণ৷ বাংলাদেশ সময় রাত ১২টা ৪২ মিনিট ১২ সেকেন্ডে গ্রহণটি শুরু হয়ে বৃহস্পতিবার ভোর ৬টা ১৯ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে।

ভারতীয় শাস্ত্র অনুযায়ী চন্দ্রহ্রহণের সময় বিভিন্ন বিকিরণ হয় ৷ যার কুপ্রভাব থেকে মহিলা ও তাঁর শিশুকে বাঁচাতে বেশ কিছু কাজ করা উচিত আর বেশ কিছু কাজ না করা উচিত ৷ জেনে নিন, এই পুরনো নিয়ম মেনে চললে ঠিক কি কি করা উচিত নয় গর্ভবতী মহিলাদের ৷

এই সময় ছুরি , কাঁচি, ছুঁচ বা ধারালো কিছু ধরবেন না ৷ তাহলে সম্ভ্যবা সন্তানের ক্ষতি হতে পারে ৷ কথিত আছ এই সময় এই জিনিস গুলি ধরলে ঠোঁট কাটা জাতীয় শারীরিক খুঁত নিয়ে সন্তান জন্মাতে পারে ৷

এই সময় গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে বেরোন উচিত নয় ৷ কারণ বিভিন্ন ধরণের রেডিয়েশনে ক্ষতি পারে দু’জনেরই ৷ এই সময়ে বাতাসে দূষিত কণার পরিমাণ বেড়ে যায় ৷

যদি চন্দ্রগ্রহণের সময় কোনও খাবার খান তাহলে তাতে খানিকটা তুলসী পাতা দিয়ে নেবেন৷

এই সময়ে সবচেয়ে ভালো হয় যদি সন্তানসম্ভবা মহিলারা কোনওরকম খাবার না খান ৷ কারণ এই সময়ে মহিলাদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাবার খেতে হয় ৷

চন্দ্রগ্রহণের সময় যদি কোনও খাবার বেঁচে যায় তাহলে সেটা বাইরে ফেলে দিন ৷ তবে শাস্ত্র এত কিছু বললেও বর্তমানে বিজ্ঞান এসব কিছুই মানেনা ৷ কারণ বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন এই ধরণের গ্রহণের সময় যা বদল হয় তা অ্যাটমোসফেরিক বদল স্বাভাবিক জনজীবনকে যা সেরকমভাবে প্রভাবিত করতে পারেনা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে