বুধবার, ২৪ জুলাই, ২০১৯, ১২:১২:৩৫

মাতৃ হ'ত্যার বিচার চেয়ে রাজপথে শিশু তুবা

মাতৃ হ'ত্যার বিচার চেয়ে রাজপথে শিশু তুবা

লক্ষ্মীপুর থেকে : ঢাকার উত্তর-পূর্ব বাড্ডা এলাকায় গণপি'টুনিতে নিহ'ত লক্ষ্মীপুর জেলার রায়পুরের তাসলিমা বেগম রেনুর চার বছরের কন্যা শিশু তুবার সঙ্গী এখন কা'ন্না। মায়ের কথা মনে করে বারবার কা'ন্না করছে সে।

অথচ মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আজ মা হ'ত্যার বিচার চেয়ে অবুঝ শিশু তুবা এখন রাস্তায় মানববন্ধনে দাঁড়িয়েছে। 

গতকাল বেলা ১১টার দিকে নিহত তাসলিমা বেগম রেনুর হ'ত্যাকারীদের গ্রে'প্তার ও বি'চারের দাবিতে রায়পুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে স্থানীয় এলাকাবাসী। লক্ষ্মীপুর-রায়পুর সড়কের প্রাইম ব্যাংকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ। 

রায়পুর উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সর্বস্তরের মানুষের সঙ্গে মা হ'ত্যার বি'চার চেয়ে অবুঝ শিশু তুবাও মানববন্ধনে দাঁড়িয়ে শুধু কা'ন্না করেছে।

হ'ত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রে'প্তার ও বি'চারের দাবি জানান এলাকাবাসী। এ সময় পরিবারের লোকজন গু'জব ছড়িয়ে মানুষ হ'ত্যার বিচারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে