সোমবার, ১২ আগস্ট, ২০১৯, ০২:২৩:১২

এক নজরে দেখে নিন ঈদের নামাজের সময়সূচী

এক নজরে দেখে নিন ঈদের নামাজের সময়সূচী

নিউজ ডেস্ক : আজ অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। সেই ঈদুল আজহা উপলক্ষ্যেই ঈদের নামাজের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

সরকারি ও বেসরকারি পর্যায়ের আয়োজকরা জানিয়েছেন, ইতিমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি শেষ হয়েছে। কোরবানির পশু জবাইয়ের কারণে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার জামাত কিছুটা আগে আয়োজন করা হয়। ঈদের দিন সকালে বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হলে ঈদগাহের কাছের মসজিদে ঈদের নামাজ আদায়ের বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে।

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বাহিনীর প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরাও ঈদের নামাজ আদায় করবেন।

ঢাকায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

জাতীয় ঈদগাহে নারীদের নামাজ আদায়ের জন্য পর্দা দিয়ে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে