সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৮:০৫

টিউলিপের অপেক্ষায় ঢাকা

টিউলিপের অপেক্ষায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার কন্যা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী এক সপ্তাহের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসছেন। ব্রিটিশ এমপি নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। জানা গেছে, আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে টিউলিপকে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হওয়ায় টিউলিপ নিয়মানুযায়ী নিরাপত্তা পাবেন। টিউলিপ সিদ্দিকী লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে সিলেটে কিছু সময় যাত্রা বিরতি করবেন। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা তার সঙ্গে দেখা করার কথা রয়েছে। সফর শেষে আগামী ২৯ ডিসেম্বর তার যুক্তরাজ্য ফেরার কথা রয়েছে। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে