মুক্তিযোদ্ধা সমাবেশে যাচ্ছেন খালেদা
ঢাকা : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন ও এর চত্বরে কয়েক হাজার মুক্তিযোদ্ধার সমাবেশ ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মী ও সমর্থকরা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা খালেদা জিয়ার উপস্থিতিতে বক্তব্য দেবেন।
এছাড়া বিএনপির শীর্ষ নেতারাও মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ