সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৮:১১

২০০ পৌরসভায় এগিয়ে আ’লীগ!

২০০ পৌরসভায় এগিয়ে আ’লীগ!

ঢাকা : আসন্ন পৌর নির্বাচনে এখন পর্যন্ত প্রায় ২০০ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন। এমনটিই মনে করছেন আওয়ামী লীগ নেতারা। রোববার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে দলটির সাংগঠনিক সম্পাদকেরা তাদের এ মূল্যায়ন তুলে ধরেন। বাকি ৩৪টি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী ও অন্যান্য দলের প্রার্থীরা একে অপরের সঙ্গে লড়াইয়ে আছেন। ১০টি পৌরসভায় বিএনপির প্রার্থীদের অবস্থান ভালো। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সম্ভাবনা রয়েছে তিন-চারটি পৌরসভায়। সাংগঠনিক সম্পাদকদের দেওয়া মূল্যায়নের ওপর আলোচনায় নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সাংগঠনিক সম্পাদকদের এই মূল্যায়ন দলের সভাপতি শেখ হাসিনাকেও জানানো হবে বলে দলের একটি দায়িত্বশীল সূত্র জানায়। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে