সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৩:০৬

নয়া দিগন্ত এমডির বাসায় মধ্য রাতে পুলিশ

 নয়া দিগন্ত এমডির বাসায় মধ্য রাতে পুলিশ

ঢাকা : দৈনিক নয়া দিগন্তের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিব্বির মাহমুদের ধানমণ্ডির বাসায় মধ্যরাতে অভিযান চালিয়েছে পুলিশ। ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দি জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর রোডে নয়াদিগ্ন এমডির শিব্বিরে বাড়িতে অভিযান চালানো হয়ে। এ সময় ওই বাসা থেকে মেজবাহ উদ্দিন ভুঁইয়া (৫০) নামে শিব্বিরের এক আত্মীয়কে ধরে নিয়ে যায় পুলিশ। হেলালউদ্দি জানান, পুলিশ শিব্বিরের বাসার সাত তলার চিলেকোঠা থেকে সাবেক মেজবাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে নাশকতার ডজনখানেক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে দাবি করেন তিনি। খোঁজ নিয়ে গেছে গ্রেফতার মেজবাহ উদ্দিনের বাড়ি নোয়াখালীর সুধারাম থানায়। তিনি নোয়াখালী শহর শাখার সাবেক আমির।তার বিরুদ্ধে সুধারাম থানায় নাশকতার ১৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে দাবি করছে পুলিশ। গত ২২ নভেম্বর জামায়াত সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনিপর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়ার পর সরকারপন্থীরা বিরোধীদের যেসকল সম্পদ দখলে নেওয়ার কথা বলেছেন তার মধ্যে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নয়াদিগন্তের নামও রয়েছে। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে