বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০১:২৩:১১

বঙ্গোপসাগরে কয়লাবোঝাই জাহাজডুবিতে ১২ নাবিক নিখোঁজ, উদ্ধারে রওনা দিয়েছে হেলিকপ্টারও

বঙ্গোপসাগরে কয়লাবোঝাই জাহাজডুবিতে ১২ নাবিক নিখোঁজ, উদ্ধারে রওনা দিয়েছে হেলিকপ্টারও

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে এমভি হীরা পর্বত-৮ নামে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ও ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় মোট ১২ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনীর চারটি ও কোস্টগার্ডের একটি জাহাজ। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে