শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৮:৪৩

শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ স্বীকৃতির দাবি

শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ স্বীকৃতির দাবি

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বরকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে আওয়ামী যুবলীগ। একই সঙ্গে শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতায়ন’ দর্শনকে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার দাবিও জানানো হয়েছে।

আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত শেখ হাসিনার জন্মদিন ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভা থেকে এ দাবি জানানো হয়।

সভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই আজকে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর এই উন্নয়নের রূপকার রাষ্ট্র নায়ক শেখ হাসিনা। কাজেই তার জন্মদিনটাকে আমরা জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে পালন করে আসছি। এবার রাষ্ট্র স্বীকৃত ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালন করতে চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে