রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:০১:০৮

থানায় আগত মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে: কমিশনার

থানায় আগত মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে: কমিশনার

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, থানা জনগণের সেবা পাওয়ার সর্বোচ্চ জায়গা। এ কারণে সেখানের ওসি থেকে সবাইকে থানায় আগত মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কিন্তু মানুষ যদি থানায় সে রকম আচরণ না পান তাহলে আমিই নয়, ওই এলাকার ডিসি থেকে অন্য কর্মকর্তাদের থানায় বসানো হবে। তারা কার্যক্রম মনিটরিং করবে। কেননা কোনো মানুষ বিপদে পড়লে প্রথমে থানায় যান।’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে থানার ওসিদের ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আর থানার ওসির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আসলে তাও তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে আরও কাজ করবো উল্লেখ করে সদ্য যোগদান করা কমিশনার আরো বলেন, ‘রাজধানীতে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ চলছে। বাড়ছে পরিবহনও। এ কারণে ট্রাফিক সার্জেন্ট শত চেষ্টা করেও রাস্তার যানজট নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। এ কারণে সকাল বেলা বিশেষ করে অফিস সময় সংশ্লিষ্ট জোনের সার্জেন্টই নয়, ডিসি ও তার নিম্ন পদস্থ কর্মকর্তাকেও ২ থেকে ৩ ঘন্টা করে রাস্তায় রাখা হবে। তারা রাজধানীর যানজট নিয়ন্ত্রণে মাঠে থেকে কাজ করবেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে