বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩২:৩১

অভিযুক্ত নেতাকর্মীদের বাদ দেয়া প্রসঙ্গে যা বললেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক

অভিযুক্ত নেতাকর্মীদের বাদ দেয়া প্রসঙ্গে যা বললেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক

নিউজ ডেস্ক : ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার ১০ মাস আগেই পদ হারালেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। জ্যেষ্ঠতার ভিত্তিতে সংগঠনটির এ দুই পদে দায়িত্ব পেয়েছেন তারা।

তাদের জায়গায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শোভন-রাব্বানীসহ ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগের প্রসঙ্গ আনলে তিনি বলেন ব্যক্তির কারণে সংগঠনের ইমেজ ক্ষুণ্ন না হোক সেদিকে নজর রাখব।

তিনি ষ্পষ্টভাবে বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর ছাত্রলীগের কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সাধারণ ছাত্রদের মারধরের অভিযোগ এলে প্রমাণসাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেব।

ইতিমধ্যে এসব অপরাধে ছাত্রলীগের যেসব নেতা অভিযুক্ত হয়েছেন তাদের বাদ দেয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন প্রশ্নে লেখক ভট্টাচার্য বলেন, হ্যা, ১৯ জনের পদ শূন্য করা হয়েছে। নতুন করে ৭২ জনের বিরুদ্ধে গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে। সংগঠনের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে বিতর্কিতদের নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেব। তারপর তাদের নাম প্রকাশ করব। যোগ্যদের অবশ্যই মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।

ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদকের প্রটোকলের কারণে জনদুর্ভোগের অভিযোগ বিষয়ে তিনি বলেন, সভাপতি ও আমি একসঙ্গে এক মোটরসাইকেলে করে মধুর ক্যান্টিনে আসি। যাওয়ার বেলায়ও এক মোটরসাইকেলেই যাই। এ বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন, আমাদের জন্য রাস্তায় কোনোরকম ঝামেলা, প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে