শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:২১:২৫

অভিযান চলবে, কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযান চলবে, কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : অ'ন্যা'য়-দু'র্নী'তির বিরুদ্ধে অ'ভি'যান অব্যাহত থাকবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অ'পরা'ধী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না। অ'পরা'ধীদের শ'না'ক্তকরণে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তালিকা পেলে সেটা যে ধরনেরই প্রতিষ্ঠান হোক, তাদের দ'ম'ন করা হবে।

শনিবার রাজধানীর নর্থ নাউথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এ কথা জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠান করতে চান। সুশাসন প্রতিষ্ঠা করতে দু'র্নী'তি রো'ধ করাটা আমরা একটি চ্যা'লেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। তাই যারা অ'নিয়ম-দুর্নী'তি করছে বা অ'বৈ'ধভাবে কোনো প্রতিষ্ঠান চালাচ্ছে অথবা অ'পরা'ধ করার চেষ্টা করছে, তাদের দমন করা হবে। এসব ক'র্মকা'ণ্ডের সঙ্গে যে দল-মতেরই হোক, ক'ঠো'র হাতে তাদের দ'ম'ন করা হবে। বর্তমানে যে অভিযান শুরু হয়েছে। এটি চলমান থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জ'ঙ্গি তৎপরতা শুরু করা হয়েছিল, আমরা নানা ধরনের কর্মসূচি হাতে নিয়ে তা দমন করতে সক্ষম হয়েছি। দেশের জনগণ আমাদের সহযোগিতা করেছেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মা'দক কেনা-বেচা হচ্ছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে