শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ০১:০৩:৫০

দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আবরার হ'ত্যার বিচার করতে হবে : নাসিম

দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আবরার হ'ত্যার বিচার করতে হবে : নাসিম

নিউজ ডেস্ক : বিএনপি আসলে আবরার হত্যার বিচার চায় না। ওদের উদ্দেশ্যেই হলো দেশে একটি পরিস্থিতি সৃষ্টি করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক জরুরি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। এসময় নাসিম বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে। বিএনপির এই অশুভ কামনা কখনও বাস্তবায়ন হবে না।

তিনি বলেন, আবরার হ'ত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা ভিন্ন মতকে গ্রহণ করতে চাই। কিন্তু কিছু দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে। এই সব ঘটনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেয়া উচিত। 

তিনি বলেন, দ্রুত বিচার আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ফাহাদ হত্যার বিচার করতে হবে। স্বল্প সময়ের মধ্যে এসব খুনিদের বিচার দাবি করছি। আমরা আশা করছি দ্রুতই এ হত্যাকাণ্ডের বিচার হবে।

নাসিম বলেন, কিছু চেনা মুখ অশুভ শক্তি এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। বিএনপি এই ঘটনার বিচার যত না চায় তার চেয়ে ঘোলা পানিতে মাছ শিকার সরকারকে বেশি প্রশ্নবিদ্ধ করতে চায়। ১৪ দল এই বেদনাদায়ক ঘটনায় বুয়েট ছাত্র আবরারের পিতা-মাতাসহ পরিবারের সবার প্রতি সহানুভূতি জানাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে