রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ০৯:০২:৫৮

শেখ হাসিনার ভারত সফরে দুই দেশই লাভবান হয়েছে: ভারতীয় হাইকমিশনার

শেখ হাসিনার ভারত সফরে দুই দেশই লাভবান হয়েছে: ভারতীয় হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই সফরে দুই দেশই লাভবান হয়েছে। ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ে এই সফর অত্যন্ত চমৎকার। এর মাধ্যমে অনেক কিছু অর্জিত হয়েছে। সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে।’

শনিবার (১২ অক্টোবর) রাতে বরিশাল নগরীর একটি ‍আবাসিক হোটেলের হলরুমে সিটি মেয়র সেরনিয়াবাতি সাদিক আবদুল্লাহের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘দুই প্রতিবেশী দেশের মধ্যে সুন্দর রাজনৈতিক সম্পর্ক বিরাজমান। বহু জটিল ইস্যু দুই দেশ সমাধান করেছে।’ আগামীতে দুই দেশ ভালোভাবে তাদের বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে পারবে জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রবৃদ্ধির হার এখন ৮ ভাগের ওপরে। বিশ্বে যত উন্নয়নশীল দেশ আছে, তার মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সবার ওপরে। বাংলাদেশের প্রতি সবার একটা আগ্রহ আছে। ভারতের অনেক বিনিয়োগকারী আছেন; যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। গত ৫ বছরে সীমানা বিরোধ নিষ্পত্তিসহ যত অর্জন হয়েছে, ভারত প্রত্যাশা করে—আগামী ৫ বছরে আগামী প্রজন্মের জন্য আরও বেশিকিছু অর্জিত হবে।’

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে