শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯, ০২:১৫:৪৩

বঙ্গোপসাগর থেকে যে স্থলভাগে ঢুকবে শক্তিশালী এই ঘূর্ণিঝড়

 বঙ্গোপসাগর থেকে যে স্থলভাগে ঢুকবে শক্তিশালী এই ঘূর্ণিঝড়

নিউজ ডেস্ক : ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, শনিবার মধ্যরাতেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবনে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল। একদিকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, অন্যদিকে বাংলাদেশের খেপুপাড়া। এর মধ্যে দিয়েই বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ঢুকবে শক্তিশালী এ ঘূর্ণিঝড়।

ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ ভারতের ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এমনকি কলকাতাতেও। জোয়ারের পানির চেয়ে ১-২ মিটার বেশি উঁচুতে পৌঁছতে পারে অশান্ত সমুদ্রের জলোচ্ছ্বাস। গতিবেগ বেড়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। 

ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ওইসব এলাকার সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আয়শা খানম সংবাদ বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে