শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ০৯:২৬:৩৪

বিমানে, ট্রেনে, ট্রাকে, বাসে সবকিছু দিয়েই পেঁয়াজ আসছে: পরিকল্পনামন্ত্রী

বিমানে, ট্রেনে, ট্রাকে, বাসে সবকিছু দিয়েই পেঁয়াজ আসছে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে চক্রান্তের সঙ্গে কেউ জড়িত কি না তা খুঁজে দেখা হবে। একই সঙ্গে দ্রুত চাহিদা মেটাতে কার্গো বিমানে পেঁয়াজ আনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘এখন পেঁয়াজ বিমানেও উঠে গেছে। কাজেই আর চিন্তা নাই।’ আগামী মঙ্গলবার পেঁয়াজের প্রথম চালান এসে পৌঁছবে।

আজ ১৬ নভেম্বর শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর আরো একধাপ এগিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বললেন, বিমান ছাড়াও ট্রেন, ট্রাক, বাসে করেও পেঁয়াজ আসছে। আজ শনিবার দুপুরে সিলেটের আম্বরখানায় অটিজম শিশুদের জন্য বিশেষায়িত একটি স্কুলের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় একটি পণ্য। বর্তমান বাজারে এর অস্বাভাবিক দাম বাড়ায় সবার কষ্ট হচ্ছে। দাম স্বাভাবিক করতে সরকার যেভাবেই পারছে সেভাবেই পেঁয়াজ আমদানি করছে। বিমানে, ট্রেনে, ট্রাকে, বাসে সবকিছু দিয়েই পেঁয়াজ আনা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সরকারে আছি, আমরাও পেঁয়াজ খাই। আমরাও পেঁয়াজের জন্য কষ্ট পাচ্ছি।’

এ সময় এম এ মান্নান বলেন, ‘পেঁয়াজের বর্তমান বাজার দর নিয়ে সরকার চিন্তিত, তবে শিগগিরই এর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অচিরেই বাজার নিয়ন্ত্রণে আসবে।’ বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট সক্রিয় থাকলে এদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান মন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে