সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ১২:৩০:২২

স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেল, আমাকে খেতে দেয় না, নি'র্যা'তন করা হয় : এরিক এরশাদ

স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেল, আমাকে খেতে দেয় না, নি'র্যা'তন করা হয় : এরিক এরশাদ

নিউজ ডেস্ক : প্র'য়া'ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা রবিবার বিকালে তার ফেসবুকে পেইজে তার ছেলে এরিক এরশাদের একটি ভিডিও আপলোড করেন। 

তাতে এরিককে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশে বলতে শোনা যায়- ‘প্রিয় হোম মিনিস্ট্রি আঙ্কেল, আমি এরিক বলছি। আমাকে নি'র্যা'তন করা হয়েছে। আমাকে খেতে দেওয়া হত না। আমার লিগ্যাল গার্জিয়ান আমার চাচা জি এম কাদের না, আমার মা। সেক্ষেত্রে ওনার (জি এম কাদের) তো কোনো রাইট নাই, আমাদের এরকম ট'র্চা'র করার।

প্রেসিডেন্ট পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা যেন কোনো 'ঝা'মেলা না করে' তার অনুরোধও করতে দেখা যায় এরিককে। গত শুক্রবার এরশাদের ছোট ছেলে এরিক এরশাদের নি'রা'প'ত্তার প্রশ্নে বিস্তর অ'ভিযো'গ এনেছেন তার মা বিদিশা। 

এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটে থাকা অটিস্টিক এরিককে ‘চ'রম অবহেলা করে তার স্বাস্থ্যের অ'ব'ন'তি ঘটানো হয়েছে’ বলে অ'ভিযো'গ বিদিশার। তার অ'ভিযো'গের তী'র এরশাদের ভাই ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের দিকে।

চলতি বছর জুলাইয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃ'ত্যুর পর ছেলে শাহতা জারাব এরিককে নিজের কাছে রাখতে চাইছিলেন মা বিদিশা। তবে বারিধারার প্রেসিডেন্ট পার্কে থাকা এরিকের সঙ্গে দেখা করাটা সহজ ছিল না বলে জানান বিদিশা। 

তার অভিযোগ, এরিকের দেখভালের দায়িত্বে থাকা কর্মচারীরা তাকে ওই বাড়িতে ঢু'ক'তে ‘বা'ধা দিতেন’। গত বৃহস্পতিবার রাতে ‘একরকম জো'র’ করেই বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের বাসভবনে উঠে পড়েন বিদিশা। ওই ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে থাকেন তার তরুণ ছেলে এরিক।

এখনও ওই ফ্ল্যাটে থাকা বিদিশা বলেন, ‘সেদিন রাতে এসে শুনি, এরিককে ওরা মাত্র একবেলা খাবার খেতে দিত। এরিকের ওজন কমে গেছে। সে নিজেও খুব ভী'তিস'ন্ত্র'স্ত ছিল।’

বিদিশা বলেন, তিনি এরিককে সাথে নিয়ে থাকতে চান। কোথায় থাকতে চান- জানতে চাইলে তিনি বলেন, ‘এরিক যেখানে থাকতে চাইবে, আমি সেখানেই থাকব। সে যদি  এখান থেকে আমার গুলশানের বাসায় থাকতে চায়, তাও আমি মানব। আর এটা তো (প্রেসিডেন্ট পার্ক) তো এরিকেরই বাড়ি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে