মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ১২:২১:৫০

মাকে নিয়েই প্রেসিডেন্ট পার্কে থাকতে চান এরিক এরশাদ

মাকে নিয়েই প্রেসিডেন্ট পার্কে থাকতে চান এরিক এরশাদ

নিউজ ডেস্ক : আবারো মা বিদিশা সিদ্দিককে সঙ্গে রাখতে চেয়ে সংবাদ সম্মেলন করলেন এরিক। বললেন, মায়ের কাছে ভালো আছেন। মাকে নিয়েই প্রেসিডেন্ট পার্কে থাকতে চান তিনি। রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে সোমবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানান এরিক। 

এদিকে, বিদিশাও জানান, সন্তান এরিককে ছেড়ে যাবেন না তিনি। এরিক বলেন, আমার সমস্যা না হলে নিজে থেকে মাকে জানাতাম না। আমি আমার মাকে নিজের থেকে বাসায় ডেকেছি। আসার জন্য বলেছি আমি। আমাকে কেউ বলার জন্য চাপ দেয়নি।

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃ'ত্যুর পর তার ছেলে এরিক এরশাদের দেখভাল নিয়ে টা'নাপো'ড়েন শুরু হয় তার মা বিদিশা সিদ্দিক এবং এরশাদের গঠিত ট্রাস্টি বোর্ডের মধ্যে। 

গত ১৪ নভেম্বর থেকে মা বিদিশা সিদ্দিক প্রেসিডেন্ট পার্কে বসবাস শুরু করলে সেই বি'রো'ধ প্রকাশ্যে চলে আসে। এ অবস্থায় দুই পক্ষের অ'ভিযো'গ আর পাল্টা অ'ভিযো'গের মধ্যে সোমবার আরো একদফা সংবাদ সম্মেলন করে এরিক এরশাদ বলেন, মা বিদিশা সিদ্দিককে তিনি নিজেই প্রেসিডেন্ট পার্কে ডেকে এনেছেন।

বিদিশা জানান, হুসেইন মুহম্মদ এরশাদ মা'রা যাওয়ার আগে ট্রাস্টিকে এরিকের দেখভালের দায়িত্ব দিয়ে গেলেও তারা সেই দায়িত্ব পালনে ব্য'র্থ হয়েছে। সম্পত্তি নয় নিজের সন্তানের দেখাশোনার জন্যই তিনি প্রেসিডেন্ট পার্কে রয়েছেন।

বিদিশা বলেন, মায়ের কাছে নিরাপদ থাকবে না, আমার ছেলে ট্রাস্ট্রের কাছে ভালো থাকবে? আমার ছেলেকে যখন মে'রে'ছে, অ'ত্যাচা'র করেছে তখন ট্রাস্ট কোথায় ছিল?

বিদিশা আরো বলেন, এরশাদের মৃ'ত্যুর পর তিনিই এরিকের অভিভাবক। তাই এ নিয়ে কেউ বা'ধা হয়ে দাঁড়ালে প্রয়োজনে তিনি আইনের আশ্রয় নিবেন বলেও জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে