বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১১:১৬:০৯

এবার রংপুরে সাংবাদিকের লাশ উদ্ধার

এবার রংপুরে সাংবাদিকের লাশ উদ্ধার

রংপুর: রংপুরের ধান গবেষণা কেন্দ্রের পাশের পরিত্যক্ত পাম্পের কাছ থেকে দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মশিউর রহমানের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীর থেকে নিখোঁজ সাংবাদিক আওরঙ্গজেব সজীবের মরদেহ উদ্ধারের একদিন পর এ ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন যুগের আলোর সহকারী বার্তা সম্পাদক নজরুল মৃধা। ওই পত্রিকার আরেক স্টাফ ফটোগ্রাফার ইমরোজ ইমু জানান, সকাল নয়টার দিকে ধান গবেষণা কেন্দ্রের পাশের পাম্পের কাছে থেকে উৎসের মরদেহ সনাক্ত করা হয়। পরে সেখান থেকে পুলিশের উপস্থিতি লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অব্দুল কাদের জিলানীর সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে