বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৭:৩১

মিরপুরে ভবনের ভেতর থেকে বোমা ছুড়ছে জঙ্গিরা, অভিযান চলছে

মিরপুরে ভবনের ভেতর থেকে বোমা ছুড়ছে জঙ্গিরা, অভিযান চলছে

ঢাকা: মিরপুর শাহ আলী থানা এলাকার ৬ তলা একটি ভবন দখলে নিয়েছে জঙ্গিরা। ধারণা করা হচ্ছে, ওই ভবনের বাসিন্দাদের জিম্মি করে রাখা হয়েছে। তবে পুলিশ ওই ভবন ও এর আশপাশের এলাকা ঘিরে রেখেছে। রাস্তা থেকে সাধারণ মানুষ ও সাংবাদিকদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। এর আগে মিরপুর ১-এর (রোড-৯, সেকশন-এ) ওই ভবনের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বোমাও ছুঁড়েছে জঙ্গিরা। ভবনটি উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে তারা। ধারণা করা হচ্ছে, এরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত আছেন। তার নেতৃত্বেই চলছে এ অভিযান। তবে তিনি সাংবাদিকদের এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেছেন, অভিযান শেষে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশেষ টিম সোয়াতের সদস্যরা। মিরপুর জোনের ডিসি কাইউম উজ জামান বলেছেন, ‘ধারণা করা হচ্ছে এই ভবনের ভেতরে জেএমবি সদস্যরা আছেন। ভবনটিতে তল্লাশির উদ্দেশ্যে ঘিরে রাখা হয়েছে।’ ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে