সোমবার, ০২ ডিসেম্বর, ২০১৯, ০২:৫৬:৪১

ভূমিকম্পে কেঁপে ওঠল বাংলাদেশ

ভূমিকম্পে কেঁপে ওঠল বাংলাদেশ

নিউজ ডেস্ক : আজ সকাল সোয়া সাতটার দিকে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি ছিল রাজধানী ঢাকা থেকে ৩৩৪ কিলোমিটার দূরে মিয়ানমারের ফালাম শহরে। ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৬ মাত্রার।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারের ফালাম শহর। স্থানটি ভারতের মিজোরাম থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। এই শহর রাজধানী ঢাকা থেকে ৩৩৪ কিলোমিটার দূরে।

আজ সোমবার সকাল ৭টা ১২ মিনিটে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে