সোমবার, ০২ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৯:২৮

বাংলাদেশকে বাঁচাতে হলে আ’লীগকে বাঁচিয়ে রাখতে হবে: ওবায়দুল কাদের

 বাংলাদেশকে বাঁচাতে হলে আ’লীগকে বাঁচিয়ে রাখতে হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : আজ দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে। আর আওয়ামী লীগকে বাঁচাতে হলে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাঁচাতে হবে। বাংলাদেশর উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।’

আজ ২ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘শ্লোগান দিয়ে আর পোস্টার-ব্যানারে সুন্দর সুন্দর ছবি দিয়ে আওয়ামী লীগের নেতা হওয়া যায় না। সুসময়ের বসন্তের কোকিলদের আমরা চাই না। দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে। আন্দোলন-সংগ্রাম করা অনেক ত্যাগী নেতাকর্মী এর আগে কমিটিতে জায়গা পাননি। তাদের এখন জায়গা করে দিতে হবে। কর্মীদের কোনঠাসা করে আওয়ামী লীগ বাঁচবে না।’

তিনি আরও বলেন, ‘কর্মীরা ঠিক আছে, সব গোলমালের উৎস হচ্ছে এই মঞ্চ। এখানে অনেকে ঘরের মধ্যে ঘর করেন এবং মশারির মধ্যে মশারি খাটান। আত্মীয়করণ করে, চৌদ্দপুরুষ নিয়ে পকেট কমিটি করেন। কিন্তু এখন আর পকেট কমিটি চলবে না। আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, কমিটি করতে গিয়ে দল ভারী করতে খারাপ লোকদের টেনে আনবেন- এটা চলবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে