বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১২:০৫:০৩

মিরপুরে রুদ্ধশ্বাস অভিযান শেষের পথে, আটক ৭

মিরপুরে রুদ্ধশ্বাস অভিযান শেষের পথে, আটক ৭

ঢাকা : রুদ্ধশ্বাস অভিযানে তিনজন হাইপ্রোফাইল জেএমবি নেতাসহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ। অভিযান গতকাল রাত থেকে শুরু হয়েছে। এখন প্রায় শেষ পর্যায়ে। ভেতরে আর কোনো জঙ্গি সদস্য নেই। এখন মূল কাজ হল সার্চ করা। বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান। এর আগে, শাহ আলী থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল জানান, জেএমবির আস্তানা সন্দেহে ছয়তলা ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে। ভবনের ভেতরে যারা অবস্থান করছেন তারাও দরজা খুলছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে