মিরপুরে জঙ্গি অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার
ঢাকা: রাজধানীর মিরপুর-১ এর শাহ আলী এলাকায় জঙ্গিদের দখলে নেয়া ৬ তলা ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শ্বাসরুদ্ধকর অভিযান নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিনজন গুরুত্বপূর্ণ নেতাসহ মোট সাতজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান।
মনিরুল ইসলাম বলেন, ‘জেএমবির বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। একজন জঙ্গিকে গতকাল গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যমতে, এখানে জঙ্গিরা অবস্থান নিয়েছে জানতে পেরে আমাদের গোয়েন্দারা ভোর রাতে অভিযান চালায়। অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। তাদের মধ্যে ৩ জন জেএমবির গুরুত্বপূর্ণ। তাদের কাছে প্রচুর পরিমাণ বিস্ফোরক রয়েছে।’
তিনি বলেন, ‘এটি ছিল একটি হাই প্রোফাইল অপারেশন। সোয়াত টিম আনা হয়েছে। অভিযান শেষ হওয়ার পথে। ঘটনাস্থলে ডিবির ডিসপোজাল টিম এসেছে। তারা সার্চ করছে।’
ইতোপূর্বে হোসনি দালান থেকে যে গ্রেনেড উদ্ধার করা হয়েছিল অনেকটা সেই রকমই গ্রেনেড উদ্ধার করা হয়েছে জানিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের এখন পর্যন্ত কেউ আহত হয়নি। কয়েকজন জঙ্গি ভাড়াটিয়া ছদ্মবেশেও বাসা থেকে নেমে যেতে পারে।
তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে তারা। আমরা এখনো আটককৃতদের জিজ্ঞাসাবাদের সুযোগ পাইনি। পরে সব জানানো হবে।’
এর আগে মিরপুর শাহ আলী এলাকায় ৬ তলা একটি ভবন দখলে নেয় জঙ্গিরা। ধারণা করা হয়েছিল, ওই ভবনের বাসিন্দাদের জিম্মি করে রেখেছে জঙ্গিরা। কিন্তু অভিযান শেষে পুলিশ জিম্মির ঘটনা ঘটেনি বলেন। পুলিশ ওই ভবন ও এর আশপাশের এলাকা ঘিরে রাখে। রাস্তা থেকে সাধারণ মানুষ ও সাংবাদিকদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।
২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল