বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০১:০২:৪০

শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় খালেদার বিরুদ্ধে মামলা

শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় খালেদার বিরুদ্ধে মামলা

নড়াইল: স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলের আমলি আদালতে মানহানির মামলা দায়ের করেছে এক মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার দুপুরে সদর আমলি আদালতের বিজ্ঞ বিচারক মো. জাকারিয়ার আদালতে মামলাটি দায়ের করেন জেলার কালিয়া উপজেলার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী ফারুকীর সন্তান মো. রায়হান ফারুকী ইমাম। মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের মাধ্যমে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। মামলার বিবরণে অভিযোগ করা হয়েছে, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রতি অসীম শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যার প্রতিও দৃঢ় বিশ্বাসী। বাংলাদেশের মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের সকল কথা ও কাজের প্রতি অসীম শ্রদ্ধাশীল একজন দেশ প্রেমিক নাগরিক। অপরদিকে, উপরিউক্ত আসামি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক রাজনৈতিক দলের চেয়ারপারসন। গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় তিনি ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদ হয়েছেন বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছেন তা নিয়ে বির্তক আছে। ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে