প্রচারে নামছেন মির্জা ফখরুল
ঢাকা: আসন্ন পৌর নির্বাচনে প্রচারণায় নিজ দলের মনোনিত প্রার্থীর প্রচারে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রচারের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা হন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, আজ মির্জা ফখরুল সৈয়দপুর ও নীলফামারীতে প্রচার চালাবেন। কাল শুক্রবার ঠাকুরগাঁও ও পর দিন বগুড়ায় প্রার্থীদের পক্ষে প্রচার চালাবেন।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে তাঁদের নির্বাচনী প্রচারে যাওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যে দলের অনেকে বিভিন্ন স্থানে প্রচারে গেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ অনেক নেতাই মন্ত্রী ও সাংসদ হওয়ার কারণে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারছেন না। বিএনপির নেতারা এ ধরনের কোনো পদে নেই। ফলে বিএনপি নেতাদের প্রচারে নামতে আইনি কোন বাধা নেই।
২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল