বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০২:২৭:২৩

‘খালেদা ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবেন না’

‘খালেদা ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবেন না’

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহামুদ বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাকিস্তানের পক্ষ নিয়েছেন। তিনি তার এ বক্তব্য প্রত্যাহার না করলে আগামী ২৬ মার্চ তিনি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলায় জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের প্রতিবাদে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন- তা মূলত পাকিস্তানের সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে অবস্থানকে দৃঢ় করার জন্যই। অত্যন্ত সচেতনভাবে তিনি এ বক্তব্য দিয়েছেন। তার এ বক্তব্য প্রত্যাহার না করলে আগামী ২৬ মার্চ তিনি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন না। যদি বক্তব্য প্রত্যাহার না করে শ্রদ্ধা জানাতে যান, তখন জনগণ প্রতিরোধ গড়ে তুলতে পারে।’ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ। ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে