স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি আজ গণভবনে দশটি প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহবান জানান। এ সময় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ উপস্থিত ছিলেন।
অ্যাম্বুলেন্সগুলো গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, শেরপুর, দিনাজপুর ও পটুয়াখালী সদর হাসপাতাল, বাগেরহাটের মংলা, রংপুরের পীরগঞ্জ, বান্দরবানের নাইক্ষংছড়ি ও খাগড়াছড়ির রামগড় এবং গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট যখন স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে এগিয়ে এসেছেন, তেমনি অন্য ব্যবসায়ীরাও এগিয়ে আসবেন বলে আশা করি। বেসরকারি উদ্যোক্তারা যদি এগিয়ে আসে, তাহলে আরও ভালো হয়।’
অ্যাম্বুলেন্সগুলোর প্রতি ‘যত্নবান’ হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘শতভাগ সৎ ব্যবহার না হলেও কিছু কাজে তো লাগবে। অ্যাম্বুলেন্সের একটি নষ্ট চাকা ঠিক করতে করতে আরও দুটো চাকা নষ্ট হয়ে যায়।’
উল্লেখ্য, এই অ্যাম্বলেন্সগুলো ভারতের ‘টাটা সুমো’ গ্রুপ তৈরি করেছে এবং এগুলো প্রদান করেন নিটোল-নিলয় গ্রুপ।
২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল