বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৩:০৬

সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাংবাদিককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক : রংপুরে মশিউর রহমান নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় দৈনিক যুগের আলোর নিজস্ব প্রতিবেদক। খবরের তথ্য সংগ্রহ করতে গেলে তাকে (২৮) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউট এর কাছে তার লাশ পাওয়া যায়। নিহত উৎস নগরীর স্টেশন রোড এলাকায় বসবাস করতেন। তার এক কন্যা সন্তান রয়েছে। তিনি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা শাখার সদস্য সচিব এবং সিটি প্রেসক্লাবের সদস্য ছিলেন। যুগের আলো’র বার্তা সম্পাদক নজরুল মৃধা জানান, রাত ৯টার দিকে উৎস রহমান একটি খবরের তথ্য সংগ্রহের জন্য ধান গবেষণা ইনস্টিউট এলাকায় যান। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও তার সহকর্মীরা গিয়ে উৎসের লাশ সনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। উৎসের মাথায় ছোরা দিয়ে আঘাত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রংপুর কোতয়ালী থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি, আজকের মধ্যে ঘটনায় জড়িতদের আটক করা সম্ভব হবে। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে