মেয়র প্রার্থী নব কুমারের চমকপদ প্রচারণা
সিরাজগঞ্জ : এই প্রথম ভোটারদের আর্থিক সহায়তায় ভোট করছেন কোনো মেয়র প্রার্থী। ‘ভোট ও দোয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতাও চাই’ এমন এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণায় নেমেছেন সিরাজগঞ্জ পৌরসভার বাসদ-সিপিবির মেয়র প্রার্থী কমরেড নব কুমার কর্মকার।
তিনি নির্বাচনী প্রচারণায় গিয়ে আর্থিক সহযোগিতাও কামনা করছেন। ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আশ্বাসের পাশাপাশি বাসদ-সিপিবির নির্বাচনী তহবিলে আর্থিক সহযোগিতাও করছেন। ইতোমধ্যে তার এ প্রচার শহরে জুড়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে।
মই প্রতীক নিয়ে মেয়র প্রার্থী নব কুমার কর্মকার বৃহস্পতিবার সকাল থেকেই সিরাজগঞ্জ শহরের এসএস রোড, মুজিব সড়ক, মারোয়ারীপট্টি, বাজার স্টেশন রোড, স্বাধীনতা স্কয়ার ও মোক্তারপাড়াসহ বিভিন্ন এলাকায় পথসভা করে চলেছেন।
২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ