বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩০:০২

‘নাক গলাচ্ছে পাকিস্তান’

‘নাক গলাচ্ছে পাকিস্তান’

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান নাক গলাচ্ছে। পাকিস্তানের সঙ্গে (বাংলাদেশের) কূটনৈতিক সম্পর্কটা আবার পর্যালোচনা করে দেখার সময় এসেছে। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কী সম্পর্ক রাখবে সে বিষয়টাও আবার ভেবে দেখা দরকার।’ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অনির্ধারিত এক ব্রিফিংয়ে এ এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের ফাঁসি কার্যকরের পর যে ন্যাক্কারজনক মন্তব্য করে পাকিস্তান সরকার আরেকবার প্রমাণ করল যে, একাত্তরের জন্য তারা দুঃখিত নয়। তারা মাফ চাইবেন না। এর মাধ্যমে তারা গণহত্যাকে জায়েজ করার চেষ্টা করেছেন।’ পাকিস্তান গোপনে তার গোয়েন্দাদের মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদী তৎপরতা ও তালেবানি প্রশিক্ষণের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ সবের অসংখ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। এগুলো তাদের (পাকিস্তান) জানানো হয়েছে। কিন্তু তারা নিবৃত্ত হয়নি। এটা কূটনৈতিক শিষ্টাচার ও নীতি বহির্ভূত।’ অতি সম্প্রতি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার প্রশ্ন তোলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি পাকিস্তানিদের মতো মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করছেন। ক্রমেই তার ঘোমটা ফেলে দিয়ে পাকিস্তানের প্রকাশ্য দালাল হিসেবে আত্মপ্রকাশ করছেন। তার মন্তব্য অত্যন্ত ন্যাক্কারজনক।’ খালেদা জিয়া বাংলাদেশিদের হৃদয়ে ‘পাকিস্তানি তীর ছুড়ছেন’ মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে বিচার কলঙ্কিত করে পাকিস্তানিদের মন জয় করার চেষ্টা করছেন তিনি। বাংলাদেশের রাজনীতির সঙ্গে তিনি (খালেদা জিয়া) খাপ খাচ্ছেন না।’ ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে