পরিস্থিতি উদ্বেগজনক : সাখাওয়াত
ঢাকা : বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, ধরপাকড় করে জঙ্গি দমন সম্ভব নয়। খোদ রাজধানীর মধ্যে এ ধরনের জঙ্গি আস্তানা, এটা উদ্বেগজনক। এদের বড় ধরনের নাশকতা করার পরিচকল্পনা ছিল বলেই মনে হচ্ছে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, এটি খুবই চিন্তার বিষয়, রাজধানীর মতো জনবহুল জায়গায় এরা বড় ধরনের উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছে।
এই নিরাপত্তা বিশ্লেষক আরো বলেন, এই ধরনের জনবহুল জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালানো জনগণের মধ্যে ভীতি সঞ্চার করে এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ক্ষমতাসীন সরকারের উপর বর্তায়।
সামাজিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান জেনারেল সাখাওয়াত হোসেন।
২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ