‘দাবি না মানলে লাগাতার কর্মসূচি’
নিউজ ডেস্ক : নতুন বেতন কাঠামো ও চাকরি বৈষম্য দূরীকরণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক ডা. মাহমুদ হাসানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। বেধে দেয়া সময়ের মধ্যে দাবি না মানলে লাগাতার কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়।
তারা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রা করে। মিছিলটি ফার্মগেট কৃষি গবেষণা কাউন্সিলের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক ডা. মাহমুদ হাসানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়।
প্রতিনিধি দলের অপর সদস্যদের মধ্যে স্টিয়ারিং কমিটির সদস্য-সচিব মো. ফিরোজ খান, স্টিয়ারিং কমিটির সদস্য মো. মোবারক আলী, প্রফেসর ডা. এম, ইকবাল আর্সলান, মো. আব্দুস সবুর, স. ম. গোলাম কিবরিয়া ও বিসিএস সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুমে রব্বানী খান ছিলেন।
কমিটি স্মারকলিপিতে বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, সরকারি প্রথম শ্রেণির চাকরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার নন ক্যাডার বৈষম্যের সিদ্ধান্ত বাতিল, ইউএনওকে কর্তৃত্ব প্রদানমূলক মন্ত্রিপরিষদ বিভাগের অফিস স্মারক বাতিলের দাবি জানানো হয়েছে।
অন্য দাবির মধ্যে রয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এবং সব ক্যাডার ও সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ সৃষ্টিতে সুপারনিউমারারি পদ সৃজন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল এবং কৃত্য পেশাভিত্তিক প্রশাসন গড়ে তোলা।
স্মারকলিপিতে বলা হয়েছে, ২০১২ সালে সমন্বয় কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সব ক্যাডার ও সার্ভিসে সুপারনিউমারারি পদ সৃজনের ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়া হয়নি।
দাবি আদায়ে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের সমন্বয়ে গঠিত এ কমিটি ২৭ থেকে ৩০ ডিসেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা এক ঘণ্টার কর্মবিরতি পালন করবে। ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর কালো ব্যাজ ধারণ কর্মসূচি চলছে।
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি-দাওয়া না মানলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�