বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১০:০৩:১৯

ইসলাম সত্য সুন্দরের পথ দেখায় : প্রধান বিচারপতি

ইসলাম সত্য সুন্দরের পথ দেখায় : প্রধান বিচারপতি

ঢাকা : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ইসলাম একটি শান্তির ধর্ম। এই ধর্ম মানুষকে সত্য সুন্দরের পথ দেখায়। কিন্তু ধর্মের ভুল ব্যাখ্যার কারণে মানুষদের মধ্যে বিভেদ তৈরি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট মাজার মসজিদ কমিটি আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, নবী-রাসুলগণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। কিছু ধর্মান্ধ উগ্রপন্থির আচরণে সারা বিশ্ব জুড়ে বিশেষ করে পশ্চিমাদের দৃষ্টিতে ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে। তিনি বলেন, আসুন আমরা দেশ ও শান্তির লক্ষে কাজ করি। অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে