বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৫:২৮

অধিকারসহ ১০ পর্যবেক্ষক সংস্থা নিয়ে আপত্তি আ’লীগের

অধিকারসহ ১০ পর্যবেক্ষক সংস্থা নিয়ে আপত্তি আ’লীগের

ঢাকা : দশটি সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাদের আসন্ন পৌর নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে অনুমতি না দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। দলের বিশেষ বাহক মারফত হাতে হাতে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি ইসি সচিবের কাছে পৌঁছে দেয়া হয়েছে। এ নিয়ে কথা বলতে দলটির প্রতিনিধি দল বৃহস্পতিবার ইসিতে যান। তারা এ বিষয়ে সিইসির সঙ্গে কথা বলেন। তবে সিইসি বিষয়টি বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। সংস্থাগুলো হচ্ছে- অধিকার, মানবাধিকার সমন্বয় পরিষদ, ডেমোক্রেসি ওয়াচ, মানবিক সাহায্য সংস্থা, খান ফাউন্ডেশন, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা, লাইট হাউস, রাইট যশোর, জাগরণী চক্র, ন্যাশনাল ইয়ুথ ফোরাম। এসব সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে ইসিতে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে