বড়দিনে খুশিতে ভাসছে বাংলাদেশ
নিউজ ডেস্ক : আজ বড়দিন। খ্রিস্টানদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব। বছর ঘুরে আবার ফিরে এসেছে খুশির উৎসব বড়দিন। কেক থেকে সান্তা বুড়ো, জিঙ্গেল বেল থেকে মনমাতানো ভূরিভোজ— উৎসবের সব মশলাই হাজির। আনন্দ উপভোগ করতে প্রস্তুত আপামার বাঙালি খ্রিস্টানরা। খুশির ঘণ্টা বেজে গেছে বৃহস্পতিবার মাঝরাতেই। সমস্ত গির্জায় শুরু হয়েছে প্রার্থনা।
খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টই এই পুণ্যময় দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, মানবজাতিকে সুপথ প্রদর্শন, সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচারের জন্য যিশু জন্ম নিয়েছিলেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ও আজ যিশুখ্রিস্টের জন্ম উৎসব পালনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। আজ সাপ্তাহিক ছুটি থাকায় এবার বড়দিন উদযাপনে সরকারি ছুটি ঘোষণার প্রয়োজন হয়নি।
বড়দিন উদযাপন উপলক্ষে সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পৃথক পৃথক বাণী দিয়েছেন। তারা বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঢাকা শহরের ৪০টি গির্জার অধিকাংশেই থাকছে শিশুদের প্রিয় সান্তাক্লজ। তিনি শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করবেন। বিভিন্ন গির্জার ভেতর ও বাইরে তৈরি করা হয়েছে যিশুর জন্ম ইতিহাসভিত্তিক ‘গোশালা’। অনেক গির্জার বাইরে মেলা বসেছে।
সংশ্লিষ্টরা জানান, আজ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযোগ অনুষ্ঠিত হবে। বিশেষ করে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জা (পবিত্র জপমালার গির্জা) এবং কাকরাইলের আর্চ বিশপ হাউসে বৃহস্পতিবার দেখা যায় বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন চলছে।
পুলিশ জানিয়েছে, বড়দিন উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের অন্যতম প্রধান গির্জা সেন্ট মেরিস ক্যাথিড্রালের সামনে পুলিশ ও র্যাবের সতর্কাবস্থায় অবস্থান দেখা যায়। অন্যান্য গির্জায়ও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
দিনটি উদযাপন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটিসহ বিভিন্ন সংগঠন।
২৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস