শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫৭:১১

স্যুটকেসে যুবকের লাশ, রিকশাচালক গ্রেফতার

স্যুটকেসে যুবকের লাশ, রিকশাচালক গ্রেফতার

ঢাকা : ঢাকার বাসাবো এলাকায় একটি যাত্রীবিহীন রিকশা থেকে একটি সুটকেসের ভেতরে এক দোকান কর্মচারীর মাথাহীন লাশ পেয়েছে পুলিশ। পরে রিকশাচালকের দেয়া তথ্যের ভিত্তিতে ওহাব কলোনির এক বাসা থেকে তার খণ্ডিত মাথাও উদ্ধার করা হয়েছে বলে মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন। নিহত মো. সুমন (২৪) বাসাবোর একটি দোকানের কর্মচারী। আর আটক রিকশাচালকের নাম ওলিউল্লাহ। উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সকালের দিকে আহমেদবাগে ওলিউল্লাহর রিকশায় থাকা একটি সুটকেস থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা রিকশা থামিয়ে সুটকেস খুলে লাশ দেখে পুলিশে খবর দেয়। রিকশাচালক ওলিউল্লাহকে গ্রেপ্তার করা হলে তার দেয়া তথ্য অনুযায়ী বাসাবো ওহাব কলোনির এক বাসায় ওই যুবকের মাথা পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে তারা তার পরিচয় জানতে পারেন। সুমন ওই বাসাতেই ভাড়া থাকতেন। তবে কারা কেন তাকে হত্যা করে থাকতে পারে- সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি উপ-কমিশনার আনোয়ার। রিকশাচালক নিজেও এ হত্যাকাণ্ডে জড়িত কিনা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি। ময়নাতদন্তের জন্য সুমনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে