‘ওদের’ খোঁজে পাচ্ছে না পুলিশ
নিউজ ডেস্ক : সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলার আসামি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)এক প্রকৌশলীর বিরুদ্ধে আড়াই বছরেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তারা বহাল তবিয়েতেই আছেন। এর মধ্যে মঙ্গলবারও অফিস করেছেন দুজন।রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলায় মোট চারজন সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছিল। তারা হলেন, মো. ইউসুফ আলী, শহিদুল ইসলাম, আওলাদ হোসেন ও এম এ জামসেদুর রহমান। চারজনের মধ্যে সর্বশেষ জন অবসরে চলে গেছেন।
বাকি তিনজনের মধ্যে ইউসুফ বর্তমানে মানিকগঞ্জে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপপ্রধান পরিদর্শক পদে ও শহিদুল ইসলাম একই পদে গাজীপুরে, আওলাদ রাজউকের অঞ্চল-৪-এর ১-এ কর্মরত।
মঙ্গলবার শহিদুল ও আওলাদ অফিস করেছেন বলে জানা গেছে।
জানা গেছে, রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলায় সরকারি চার কর্মকর্তাকে আসামি করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমতি না দিলেও গত সোমবার তারাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।
আদালত পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। তাদের মধ্যে তিনজন কর্মরত ও একজন সাবেক কর্মকর্তা রয়েছেন।
এর মধ্যে মঙ্গলবার শহিদুল গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করেছেন বলে নিশ্চিত করেছেন একই কার্যালয়ে কর্মরত নির্বাহী পরিদর্শক মো. শফিকুল ইসলাম।
আরেক সরকারি কর্মকর্তা রাজউকের অঞ্চল-৪-এর ১-এ কর্মরত আওলাদ মঙ্গলবার অফিস করেছেন। রাজউকের একজন কর্মকর্তা জানিয়েছেন, আওলাদ অফিসে এলেও বেশিক্ষণ থাকেননি।
জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার গণমাধ্যমকে বলেন, তাদের অধীনস্থ যেসব কর্মকর্তার নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাদের বিষয়ে আদালতের আদেশ ও আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা তদন্ত করে দেখেছেন, এ বিষয়ে ওই সব কর্মকর্তা জড়িত ছিলেন না। যে কারণে তারা অভিযোগপত্রে অন্তর্ভুক্তির বিষয়ে অনুমোদন দেননি। কারণ, পুরোনো আইনানুযায়ী কলকারখানার লাইসেন্স দেওয়ার সময় ভবনের কাঠামো দেখার দায়িত্ব ওই সব কর্মকর্তার ছিল না। তবে নতুন আইনে তা অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন সোহেল রানা। জামিনে রয়েছেন ১৬ জন এবং ২৪ জন পলাতক।
২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ