সেই আ.লীগ এমপি রাব্বানী বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
একই সঙ্গে সাময়িক বহিস্কার করা হয়েছে শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী মেয়র প্রার্থী কারিবুল হক রাজিনকে।আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাদের বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান সাময়িক বহিস্কার। দলের সিদ্ধান্ত অমান্য করায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিনকেও সাময়িক বহিস্কার করা হল।
জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল জানান, দলীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় তাদের সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। চিঠি দিয়ে এই বহিস্কারের সিদ্ধান্ত আমরা কেন্দ্রে জানিয়েছি। কেন্দ্র অনুমোদন করলে, তিনজনকেই স্থায়ী ভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।
২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ