কামাল ইবনে ইউসুফের দোয়া নিলেন আ’লীগ প্রার্থী
রাজবাড়ী : সাবেক মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউছুফ বৃহস্পতিবার তাদের দলীয় মেয়র প্রার্থী আবুল কাশেম মণ্ডলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গোয়ালন্দে যান। খবর পেয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল ও বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী শেখ নিজাম গিয়ে তার দোয়া কামনা করেন।বিষয়টি স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার প্রধান সড়ক দিয়ে চৌধুরী কামাল ইবনে ইউছুফের প্রচারণার এক পর্যায়ে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল বিএনপি’র এ কেন্দ্রীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার দোয়া কামনা করেন।
২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ