বন্দুকযুদ্ধে ৩ কমিউনিস্ট নেতা নিহত
টাঙ্গাইল : টাঙ্গাইলের ওমরপুরে র্যাবের বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক তিনজন নেতা নিহত হয়েছেন।
নিহত কমিউনিস্ট নেতাদের বিস্তারিত পরিচয় না পাওয়া গেলেও তাদের নাম জানা গেছে। তারা হলেন-ওমর, সাদ্দাম কাসেম।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টাঙ্গাইলের চরাঞ্চল ওমরপুর নামক গ্রামে তিন কমিউনিস্ট নেতার গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটে।
টাঙ্গাইল র্যাব-১২ কোম্পানি কামন্ডার মহিউদ্দিন ফারকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার দাবি ঘটনার র্যাবের তিন সদস্য সময় আহত হয়েছেন।
২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ