শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ১২:১৩:৪১

কঠোর অবস্থান থেকে পিছু হটলো ইসি

কঠোর অবস্থান থেকে পিছু হটলো ইসি

ঢাকা : পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেয়া থেকে পিছু হটেছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন সময়ে আচরণবিধি লংঘনের অভিযোগে ২২ জন মন্ত্রী-এমপির একটি তালিকা করে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছিল কমিশন। আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ওই উদ্যোগ থেকে সরে আসে ইসি। বৃহস্পতিবার রাতে দু’জন সংসদ সদস্যকে শুধু সতর্ক করে চিঠি দেয়া হয়। বাকি ২০ জন মন্ত্রী-এমপির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি কমিশন। তবে সামনের দিনগুলোতে কোনো মন্ত্রী-এমপি আচরণবিধি লংঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগ আচরণবিধি লংঘনের ঢালাও অভিযোগে মন্ত্রী-এমপির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন মন্ত্রী-এমপিদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া থেকে সরে এসেছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে আচরণবিধি ভঙ্গের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, কারও চেহারা দেখে নয়, যে আচরণবিধি ভঙ্গ করছে তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছি। সবদিক থেকে আমরা কঠোর থাকব। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে