শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৮:০৬

৬০০০ নেতাকর্মী গ্রেফতার : মির্জা ফখরুল

৬০০০ নেতাকর্মী গ্রেফতার : মির্জা ফখরুল

ঢাকা: ছোট ভাই মির্জা ফয়সাল আমীনের পক্ষে প্রচারণা চালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। শহরের ঘোষপাড়া কনস্পেট কিন্ডারগার্টেন স্কুল মাঠে এক পথসভায় মির্জা ফখরুল দাবি করেন, ‘পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বিএনপির ৬০০০’র বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মূলত নির্বাচনে ত্রাস সৃষ্টির জন্যই এই গ্রেফতার করা হচ্ছে।’ তিনি বলেন, ‘এ সরকারের পেছনে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। সরকারের ভিন্নমত পোষণ করলেই মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে ভরে দেয়া হচ্ছে। দেশের মানুষের ওপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে।’ মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনে ভয় পায় না। সরকার ভেবেছিল বিএনপি পৌর নির্বাচনে অংশ নেবে না। কিন্তু অংশ নেওয়ার পর সরকারের মাথা পাগল হয়ে গেছে।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে তড়িঘড়ি করে দলীয় প্রতীকে করানোর পেছনে সরকারের একটি দুরভিসন্ধি ছিল। সরকার মনে করেছিল ৫ জানুয়ারির মতো একটি নির্বাচন দিয়ে ধানের শীষকে পরাজিত করতে পারলে মানুষ মনে করবে যে নৌকার জনপ্রিয়তা অনেক।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে জনগণ তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে প্রমাণ করে দেবে এর জনপ্রিয়তা কত বেশি।’ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের দিন আপনাদের সজাগ থাকতে হবে, ভোটকেন্দ্রগুলোতে পাহারা দিতে হবে। ফলাফল হাতে নিয়ে তারপর কেন্দ্র থেকে বের হতে হবে।’ এরপর মির্জা ফখরুল শহরের সত্যপীর ব্রিজ এলাকায় পথসভায় বলেন, দলীয় প্রতীকের পৌর নির্বাচনকে আন্দোলনের ধাপ হিসেবে নিয়েছে বিএনপি। এই নির্বাচনে জয়ী হয়ে প্রমাণ করতে চাই, জনগণ সরকারের পক্ষে নেই। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ কারাগারে পরিণত হয়েছে। কথায় কথায় আমাদের কারাগারে পাঠানো হচ্ছে। এখানে ন্যায়বিচার নেই, নেই ইনসাফ। দেশে কঠিন দুঃসময় চলছে। একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়েছে। যারা দ্বিমত পোষণ করেন, তাদের নির্মূল করে দেওয়ার চেষ্টা চলছে। মির্জা ফখরুল জানান, ঠাকুরগাঁওয়ে ৮০০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এখনো কারাগারে আছেন ৫০ নেতাকর্মী। নির্বাচনকে ঘিরে এ হয়রানির মাত্রা আরো বেড়ে গেছে। তিনি অভিযোগ করেন, এই সরকারের আমলে আলেম ও রাজনৈতিক কর্মী নিরাপদ নন। গত ৫ জানুয়ারির নির্বাচনে শতকরা পাঁচ ভাগ মানুষও ভোট দেয়নি। তবুও আওয়ামী লীগ সম্পূর্ণ গায়ের জোরে টিকে আছে। মির্জা ফখরুল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ১৩টি পথসভা করে ২০-দলীয় জোটের মেয়র প্রার্থীর পক্ষে ভোট চান। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি চৌধুরী মো. গোলাম সারোয়ার, শাহেদ কামাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডালিম চৌধুরী, বিএনপির সহ-সভাপতি নম্র চৌধুরী, রঞ্জু চৌধুরী, মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীন, মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে