শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৮:০৭

সেনাবাহিনী থাকলে অপকর্ম করতে পারবেন না : শাহ মোয়াজ্জেম

সেনাবাহিনী থাকলে অপকর্ম করতে পারবেন না : শাহ মোয়াজ্জেম

ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, পুলিশ ও নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই। পুলিশ, নির্বাচন কমিশন বা নির্বাচন সংশ্লিষ্ট কোনো পক্ষই বিশ্বাসযোগ্য এমন কোনো কাজ করেনি যে, তাদের ওপর আস্থা রাখবো। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সেনাবাহিনী উপস্থিত থাকলে আপনারা অনেক অপকর্ম করতে পারবেন না। তাই আপনারা সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছেন না। আমরা সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারলে আপনারা কেন পারবেন না? সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে মোয়াজ্জেম বলেন, ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, এবারের পৌর নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বাঁচানোর জন্য আন্দোলন করবো। আয়োজক সংগঠনের সভাপতি ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জেষ্ঠ্য নেতা জয়নুল আবেদীন ফারুক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী নাগরিক দলের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, আনোয়ার হোসেন প্রমুখ। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে