শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৫:৩৭

গাছের সঙ্গে বাসের ধাক্কা

গাছের সঙ্গে বাসের ধাক্কা

ঢাকা : রাস্তার পাশে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে অন্তত ১১ যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে শুক্রবার দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায়। বাসটি নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঢামেক ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস গণমাধ্যমকে জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসের। এতেই দুর্ঘটনা ঘটে। আহতদের ৩ জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তারা হলেন নাছিমা রহমান (৪০) এবং তার দুই সন্তান মিথিলা (২২) ও মিশাল (১৯)। আহত বাকি ৮ জনের নাম জানা গেছে। তারা হলেন মুন্নি বেগম (৩৫), সিমি (৮), হাবিব (৩০), কাইয়ুম (২০), কালাম (২০), জোৎস্না (৪০), ফজিলা (৬০) ও কুলুসম (২০)। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে