বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৮:২১:৫২

১০০ টাকা আনতে গিয়ে যেভাবে গ্রেফতার হলেন ধ'র্ষক মজনু

১০০ টাকা আনতে গিয়ে যেভাবে গ্রেফতার হলেন ধ'র্ষক মজনু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধ'র্ষ'ণের ঘটনায় ‘সি'রিয়া'ল র‍্যা'পি'স্ট’ মজনু (৩০) মোবাইল বিক্রি বাবদ বাকি থাকা ১০০ টাকা আনতে গিয়েই র‍্যাপিড অ্যা'কশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে গ্রে'প্তার হয়েছেন।
পুলিশের এই এলি'ট ফো'র্সের ভাষ্যমতে, মজনু ছাত্রীর কাছে থাকা মোবাইল ফোন স্যাংমসাং জে-২ বিক্রির জন্য যৌ'নক'র্মী অরুণার কাছে যান। তিনি মোবাইলটি দেড় হাজার টাকা দাম হাঁ'কান। শেষে অরুণার কাছে ৫০০ টাকা বিক্রি করেন। এর মধ্যে অরুণা ৪০০ টাকা নগদ দেন।’

এই টাকা নিয়েই মজনু নরসিংদী চলে যান। সেখান থেকে ফিরে আজ ভোরে শ্যাওড়া ব'স্তিতে অরুণার কাছে যান ১০০ টাকা আনার জন্য। তখনি তাঁকে গ্রে'প্তার করা হয় বলে জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম।

আজ বুধবার মজনুকে নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র‍্যাব। সেখানেই সারোয়ার বিন কাসেম এসব কথা বলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে