বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ১২:৩৪:২৮

বিশ্ব ইজতেমা শুরু আগামীকাল থেকে

 বিশ্ব ইজতেমা শুরু আগামীকাল থেকে

নিউজ ডেস্ক: তুরাগ নদীর তীরে আগামীকাল ১০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ ইজতেমা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ইজতেমার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বেশিরভাগই এরমধ্যে সম্পন্ন হয়েছে।

জানা যায়, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজ বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু হবে বয়ান। ইজতেমা উপলক্ষে গত মঙ্গলবার থেকে দেশ-বিদেশের মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন। এরইমধ্যে লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠেছে তুরাগ নদের তীর।

এদিকে ১৬০ একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের কাজ, খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর, জুড়নেওয়ালি জামাতের কামরা, মুকাব্বির মঞ্চ, বয়ান মঞ্চ, তাশকিল কামরা, পাহারা ও এস্তেকবালের জামাত তৈরি, হালকা নম্বর বসানোসহ সবকিছু প্রস্তুত রয়েছে।

তবে ইসলামী সম্মেলনে নারী-পুরুষের সহাবস্থান ইসলামী শরিয়ত বিধিসম্মত না হওয়ায় এ দফার ইজতেমায় ময়দানে মাস্তুরাত (মহিলাদের) কামরা রাখা হয়নি। আগত নারী মুসল্লিরা ময়দানের চারপাশের বাসাবাড়িতে বসে মুরব্বিদের বয়ান শুনতে পারবেন।

এবারের বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের জন্য ১৬টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ১০ জানুয়ারি থেকে শুরু করে ১৯ জানুয়ারি পর্যন্ত ঢাকা অভিমুখী সব ট্রেন ৫ মিনিট পর্যন্ত টঙ্গী স্টেশনের দাঁড়াবে। সাপ্তাহিক বন্ধের সব ট্রেনও ওই সময়ে চলাচল করবে। এ ছাড়াও প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে