বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ০৬:৩৬:১৬

ইরান ও যুক্তরাষ্ট্রকে যু'দ্ধে না জড়ানোর আহ্বান জানালেন ওবায়দুল কাদের

ইরান ও যুক্তরাষ্ট্রকে যু'দ্ধে না জড়ানোর আহ্বান জানালেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান অ'স্থি'রতায় সরকার উ'দ্বি'গ্ন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হ'ত্যা করা হয়। এঘটনায় বিশ্বব্যাপী অ'স্থি'রতা বিরাজ করছে। এই ঘটনায় সরকার উ'দ্বি'গ্ন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সং'ঘা'তে আমরা উ'দ্বি'গ্ন। আমরা যু'দ্ধ চাই না। সরকারের পক্ষ থেকে আমরা উভয়পক্ষের সরকারকে আহ্বান জানাবো তারা যেন এই ধ্বং'সা'ত্ম'ক যু'দ্ধ থেকে সরে আসে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘তারপরেও যদি যু'দ্ধ লেগে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে এর নে'তিবা'চক প্র'ভা'ব পড়বে। যা থেকে বাংলাদেশও মুক্ত নয়। এই ধা'ক্কা বাংলাদেশেও লাগবে। সেক্ষেত্রে ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশিদের সেখানকার দূতাবাসের মাধ্যমে স'ত'র্ক'তার সঙ্গে চলাচলের জন্য অ'নুরো'ধ জানাচ্ছি।’

এসময় তিনি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আ'চ'র'ণবি'ধি ল'ঙ্ঘ'ন বিষয়ে ইসির মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘সিটি নির্বাচনে আওয়ামী লীগের কোনও প্রার্থী আ'চর'ণবি'ধি ল'ঙ্ঘ'ন করছে না। আ'চর'ণবিধি মেনে চলার বিষয়ে আমরা অত্যন্ত সচেতন। নির্বাচন কীভাবে পরিচালনা করতে হয় তা আমরা জানি। নির্বাচন পরিচালনা কমিটি কীভাবে পরিচালনা করতে হয় তাও আমরা জানি। আমাদের দলীয় এমপিরা নির্বাচনে কোথাও কোনও প্র'ভা'ব ফেলছে না। তারা নির্বাচন পরিচালনার পরামর্শ দিচ্ছে মাত্র।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে